Tuesday, April 10, 2012

Tumi Amar Pashe Bondhu He Bosiya Thako By Kanak Guitar Chord and Lyric

Song Name: Tumi Amar Pashe Bondhu He Bosiya Thako
Singer: Kanak

গানের নামঃ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো
গায়কঃ কনক

D..........................Bm..........A...............G......................D
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়ে থাকো
D.........................Bm..............G.................A
আমি মেঘের দলে আছি আমি ঘাসের দলে আছি
G...................A.............................G.......................D
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো

D.........................................Bm....................
রোদের মধ্যে রোদ হয়ে যাই জলের মধ্যে জল
G..................A.............................D
বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল

আমি পাতার দলে আছি আমি দানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো

মেঘের মধ্যে মেঘ হয়ে যাই ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে বন্ধু একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে.........।।

No comments:

Post a Comment