গানের নামঃ তুমি আমার বায়ান্ন তাস (Song Name: Tumi Amar Bayanno Tash)
গায়কঃবাপ্পা মজুমদার (Singer: Bappa Mazumdar)
ব্যান্ডঃদলছুট (Band Name: Dolchut)
(G) তুমি আমার বায়ান্ন তাস, (Em)শেষ দানেও আছি
(C) তোমার জন্য ধরেছি আমার, (D)সর্বস্ব বাজি
(Em) সম্ভাবনার এদিক ওদিক(C), শেষ মুদ্রায় (B)রাজী
(Am) কার ঘরে যায় করতালি, (D)ছুটছে আলোর বাতি।
(G) কার ঘরে দান ছুটছে ঘোড়া(Em), দেখ (C)ওই উল্লাসের (D)গ্যালারী
(G) পড়ছে ফেটে চিল চিৎকার(Em), (C)মন জুয়াড়ির (D)বাড়ি
(Em) পাশার দান (C)যাক না ঘুরে, (Am)কালকে না হয় (D)আজই
তুমি প্রথম বলিনা এমন, শেষ হতে পারো কি
তাই নিয়েছি শেষ বিকেলে, নিঃস্ব হওয়ার ঝুঁকি
শেষ বিকেলের একরোখা জেদ, আশার ঘরে বাঁচি
Lyric isn't right here. Make it correct
ReplyDelete