Singer : Arnab
গানের নামঃ সে যে বসে আছে
গায়কঃ অর্ণব
E.........................B.............
সে যে বসে আছে একা একা
A.....................B.......
রঙ্গিন স্বপ্ন তার বুনতে
E.........................B.............
সে যে চেয়ে আছে ভরা চোখে
A.....................B.......
জানালার ফাঁকে মেঘ ধরতে
.........E...................B.............
তার গুণগুণ মনের গান বাতাসে ওড়ে
C#m.......................A........B
কান পাত মনে পাবে শুনতে
E.........................B.............
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
C#m.......................A........B
চোখ মেলো যদি বুজতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের রঙ
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুণগুণ মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজাকাক হয়ে থাক আমার মন।।
No comments:
Post a Comment