Wednesday, April 11, 2012

Aj Rate Kono Rupkotha Nei By Old School Guitar Chord and Lyric Free Download

Song Name : Aj Rate Kono Rupkotha Nei (Ganer Guitar Chord and Lyric)
Band Name : Old School (Bangladesh)

গানের নামঃ আজ রাতে কোন রুপকথা নেই
ব্যান্ডঃওল্ড স্কুল (বাংলাদেশ)





Am...................................F.....................
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি
C.......................................G.......................
রোজ রাতে আর হয়না কথা হয়না দেয়া হামি
Am...................................F.....................
রোজ রাতের চাদের বুড়ি কাটেনা চরকা রোজ
C.......................................G.......................
ও বুড়ি তুই আছিস কেমন হয়না নেয়া খোঁজ

Am.............................................F.....................
কোথায় গেল সে রুপকথার রাত হাজার গল্প শুনা
C..................................................G.......................
রাজার কুমার কোটাল কুমার পঙ্খীরাজ সেই ঘোড়া
Am..................................................F.....................
কেড়ে নিল কে সে আজব সময় আমার কাজলা দিদি
C..............................................G.......................
কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি

Am....................................G.....................
কে রে তুই কে রে তুই সব সহজ শৈশব কে
F.............................Am........
বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে
Am....................................G..............
তুই কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে
F..............................................Am........
আমায় কেড়ে নিলি কোন এক ভুল স্রোতে

Tuesday, April 10, 2012

Tumi Amar Pashe Bondhu He Bosiya Thako By Kanak Guitar Chord and Lyric

Song Name: Tumi Amar Pashe Bondhu He Bosiya Thako
Singer: Kanak

গানের নামঃ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো
গায়কঃ কনক

D..........................Bm..........A...............G......................D
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়ে থাকো
D.........................Bm..............G.................A
আমি মেঘের দলে আছি আমি ঘাসের দলে আছি
G...................A.............................G.......................D
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো

D.........................................Bm....................
রোদের মধ্যে রোদ হয়ে যাই জলের মধ্যে জল
G..................A.............................D
বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল

আমি পাতার দলে আছি আমি দানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো

মেঘের মধ্যে মেঘ হয়ে যাই ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে বন্ধু একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে.........।।

Guitar Chord and Lyric :: Shorolotar Protima By Khalid

Song Name : Sorolotar Protima
Singer : Khalid

গানের নামঃ সরলতার প্রতিমা
গায়কঃ খালিদ

F.....................C..............Bb...........C
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
F.....................C..............Bb...........C
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
Dm..................Am.....Bb..................C
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
Bb......C..........F.....Bb..........C.........Am....Dm
রয়েছ তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
Bb......C..........F
এ হৃদয় ভেঙ্গে গেলে জান কি তা
Bb......C..........F.......Dm....Bb.............C..........F
লাগেনা লাগেনা জোড়া.........লাগেনা লাগেনা জোড়া

F....................A.................Bb...................F
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
F....................A.................Bb...................F
থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার অজানা
Bb......C..........F.....Bb..........C.........Am....Dm
রয়েছ তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
Bb......C..........F
এ হৃদয় ভেঙ্গে গেলে জান কি তা
Bb......C..........F.......Dm....Bb.............C..........F
লাগেনা লাগেনা জোড়া.........লাগেনা লাগেনা জোড়া

শ্রাবণ বেলা তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন
আষাঢ় পথে দিয়েছি পাড়ি যেথা তোমার বিচরণ
রয়েছ তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জান কি তা
লাগেনা লাগেনা জোড়া.........লাগেনা লাগেনা জোড়া

Guitar Chord and Lyric :: She Je Boshe Ache By Arnab

Song Name : She Je Boshe Ache
Singer : Arnab

গানের নামঃ সে যে বসে আছে
গায়কঃ অর্ণব

E.........................B.............
সে যে বসে আছে একা একা
A.....................B.......
রঙ্গিন স্বপ্ন তার বুনতে
E.........................B.............
সে যে চেয়ে আছে ভরা চোখে
A.....................B.......
জানালার ফাঁকে মেঘ ধরতে

.........E...................B.............
তার গুণগুণ মনের গান বাতাসে ওড়ে
C#m.......................A........B
কান পাত মনে পাবে শুনতে
E.........................B.............
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
C#m.......................A........B
চোখ মেলো যদি বুজতে

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের রঙ
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুণগুণ মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজাকাক হয়ে থাক আমার মন।।

Monday, April 9, 2012

Guitar Chord and Lyric :: Tumi Amar Bayanno Tash By Bappa Mazumdar (Dolchut)

গানের নামঃ তুমি আমার বায়ান্ন তাস (Song Name: Tumi Amar Bayanno Tash)
গায়কঃবাপ্পা মজুমদার (Singer: Bappa Mazumdar)
ব্যান্ডঃদলছুট (Band Name: Dolchut)

(G) তুমি আমার বায়ান্ন তাস, (Em)শেষ দানেও আছি
(C) তোমার জন্য ধরেছি আমার, (D)সর্বস্ব বাজি
(Em) সম্ভাবনার এদিক ওদিক(C), শেষ মুদ্রায় (B)রাজী
(Am) কার ঘরে যায় করতালি, (D)ছুটছে আলোর বাতি।

(G) কার ঘরে দান ছুটছে ঘোড়া(Em), দেখ (C)ওই উল্লাসের (D)গ্যালারী
(G) পড়ছে ফেটে চিল চিৎকার(Em), (C)মন জুয়াড়ির (D)বাড়ি
(Em) পাশার দান (C)যাক না ঘুরে, (Am)কালকে না হয় (D)আজই

তুমি প্রথম বলিনা এমন, শেষ হতে পারো কি
তাই নিয়েছি শেষ বিকেলে, নিঃস্ব হওয়ার ঝুঁকি
শেষ বিকেলের একরোখা জেদ, আশার ঘরে বাঁচি